গাজীপুরের শ্রীপুরে আগুনে বসতবাড়ির ১৮টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের কয়েস মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাড়ির মালিক কয়েস মিয়া বলেন, উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে ২৪টি টিনশেড ঘর তৈরি করে তা স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। আজ বিকেলে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।
আগুনে তার অন্তত ১৮টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মেঘনা কারখানার পানি সরবরাহ করা হয়। এতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে গেছে।
গাজীপুরের শ্রীপুরে আগুনে ১৮টি বসতঘর পুড়ে ছাই হওয়ার বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।