চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জনা গেছে, এ অগ্নিকাণ্ডে ওই বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব বাড়ির অনেক বাসিন্দা এখনো ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ফেরেননি। অর্থাৎ বন্ধ অবস্থায় ঘরের সকল মালামাল পুড়ে গেছে অনেকের। আর যারা আছেন চোখের সামনে নিজের বসতবাড়ি পুড়তে দেখে বিলাপ করছেন।
চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ রয়েছে। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনি নিয়ন্ত্রণ করতেও হিমশিম খেতে হচ্ছে।