জামালপুরের ইসলামপুরে একরাতেই একটি পারিবারিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। রবিবার (০৫ মে ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পাঁচ বাড়িয়া উত্তরপাড়া গ্রামের কবরস্থান থেকে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে উপজেলার পাঁচ বাড়িয়া উত্তরপাড়া এলাকার কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। আজ বিকেলে বিষয়টি জানতে পেরে কবরস্থানে জড়ো হন এলাকাবাসী।
জামালপুরের ইসলামপুরে একরাতেই কবর থেকে ৭টি কঙ্কাল উধাও বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান জানান, গতকাল রাতে একই কবরস্থান থেকে কে বা কারা ৭টি কঙ্কাল নিয়ে যান। আজ বিকেলে এলাকাবাসী কবরস্থানে গিয়ে ৭টি কবরে গর্ত দেখতে পান। আর কবরে কোনো মরদেহ না দেখে শোকাহত হয়ে পড়েন স্বজনরা।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, কঙ্কাল চুরির বিষয়ে কিছুই জানেন না তারা। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।