নড়াইলের লোহাগড়ায় মোছা: নুসরাত (৩) নামের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা: নুসরাত কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মো: সজিব কাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছ, আজ দুপুরে নুসরাতকে তার সৎ মা মোছা: জোবাইদা বেগম ঘুম পাড়ানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সৎ মা জোবাইদা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে নুসরাতের দাদি পান্না বেগম গোসলের জন্য শিশুকে ডেকে সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে নুসরাতের শরীরে হাত দিয়ে দেখেন সে মৃত। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নুসরাতের ফুফু মোছা: লাবনি আক্তার জানান, আমার ভাইসজিব কাজীর ২য় স্ত্রী জোবাইদা বেগম ভাতিজি নুসরাতকে দেখতে পারত না। নুসরাতকে জোবাইদা গলা টিপে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
নড়াইলের লোহাগড়ায় ৩ বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগের বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল জানান, নিহত শিশুটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় শিশুর বাবা সজীব কাজী ও সৎ মা জোবাইদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।