পঞ্চগড় শহরে ২৭ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার লাউথুতি গ্রামের মো: মোজ্জামেল হক (৪৫) এবং তার স্ত্রী মোছা: রওশন আরা বেগম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: রঞ্জু আহমেদ এবং পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।
পঞ্চগড় শহরে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটকের বিষয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: রঞ্জু আহমেদ বলেন, আটকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।