ফেনীর ছাগলনাইয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাহাদী হাসান (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার উত্তর কুহুমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহাদী হাসান উপজেলার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান ইমাম
স্থানীয় (ইউপি) সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হযন মাহাদী। পরে মাঠে পড়ে থাকতে দেখে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।