বগুড়ায় ব্রাজিল হত্যা মামলায় ইউপি সদস্য মো: আকতারুল ইসলামকে (৪৯) আটক করেছে র্যাব -১২। বুধবার (১২ জুন) সন্ধ্যার তাকে শহরের উপশহর এলাকা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত আকতারুল ইসলাম কাহালু উপজেলার সামন্তাহার (পোড়াপাড়া) গ্রামের মৃত মোবা পাগলার ছেলে।
বগুড়ার র্যাব-১২ কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন জানান, শনিবার (৮ জুন) রাতে কাহালু উপজেলার পোড়াপাড়া গ্রামে যুবদল নেতা ও ২৮ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্রাজিল বগুড়া শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি ছিলেন।
তিনি শহরের দক্ষিণ গোদারপাড়া এলাকার মো: শাহজাহান আলীর ছেলে। সম্প্রতি ১টি মামলায় কারাভোগের পর জামিন বাইরে বেরিয়ে পরিবারসহ কাহালুর পোড়পাড়ায় বসবাস শুরু করেন।
বগুড়ায় ব্রাজিল হত্যার ঘটনায় গত ৯ জুন নিহতের মা বাদী হয়ে আঞ্জুয়ারা বিবি মুনছুর নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় হত্যার কারণ হিসেবে চাষের পুকুর দখল ও রাজনৈতিক বিরোধের কথা উল্লেখ করা হয়।
তিনি আরও জানান, মামলার প্রেক্ষিতে র্যাবের একটি দল আসামিদের আটকের ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপশহর থেকে আকতারুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, প্রায় ২বছর আগে ব্রাজিল তার ৫ বিঘার ১টি চাষের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছ।
পরে ক্ষমতা খাটিয়ে ব্রাজিল ওই পুকুর দখল করে নেয়। ওই রাতে ব্রাজিলের খালাতো ভাই মন্টু তার মেজ ছেলেকে ছুরিকাঘাতসহ বাড়িঘর লুট করে। এ ছাড়াও ইউপি সদস্যের দাবি, ব্রাজিল তাকে ৪ বার হত্যা চেষ্টা করেছিলেন। এই ক্ষোভে তিনি ব্রাজিলকে হত্যার পরিকল্পনা করেন।