বগুড়ার ধুনটে মুন্নি খাতুন (২৪) নামের মহিলা আওয়ামী লীগের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মুন্নি খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপোটল গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো: মোয়াজ্জেম হোসেনের মেয়ে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার অফিসার পাড়ার একটি ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে পৌরসভা এলাকার মো: শহিদুল ইসলামের বিল্ডিংয়ের ১ তলায় একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। গতকাল সকাল থেকে বেলা ১২টার মধ্যে কোনো এক সময় ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মুন্নি খাতুন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে না উঠায় বাড়ির আশেপাশের লোকজন তাকে ডাকতে থাকে। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজন দরজা ভেঙে রুমের ভেতরে গেলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সুলতানা জাহান বলেন, মুন্নী খাতুন একজন মহিলা আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। তার এমন অপমৃত্যুতে উপজেলা মহিলা আওয়ামী লীগ গভীর শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবি জানাচ্ছি।
বগুড়ার ধুনটে মহিলা আওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, আত্মহত্যার প্রকৃত কোনো কারণ এখনও জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে।