বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনিক ভবনের ৩য় তলার রেলিং থেকে পড়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (২৪) আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। জান্নাতুল ফেরদৌস বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার মো: সৈয়দ আলাউদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আবদুল কাউয়ুম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রশাসনিক ভবন-২ এর ৩য় তলার রেলিংয়ে বসে ছিলেন জান্নাতুল ফেরদৌস। তখন মাথা ঘুরে নিচে পরে গিয়ে আহত হয়। আহত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখন কিছু প্যাথলজি পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হয়ে বলতে পারবেন তাঁর শরীরের অভ্যন্তরে কোন ক্ষতি হয়েছে কিনা। তবে এখন তার অবস্থা শঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।