বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান সমন্বয়ক সারজিস আলম। রবিবার (১৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
সারজিস ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ ভাইদের লিস্ট করছি আমরা ৷ কেউ যেন বাদ না পরে তাই বারবার লিস্ট রি-চেক করা হচ্ছে ৷ বৈষম্যবিরোধী আন্দোলনের সাঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলো এমন সকলে আমাদের তালিকাভুক্ত হবে। তিনি যে ধর্মের,বয়সের, পেশার বা এলাকার হোক না কেনো৷ তবে অবশ্যই আন্দোলনকারী হতে হবে।
তিনি আরো লিখেছেন, সারা বাংলাদেশে আপনাদের পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে তাদের তথ্য উল্লেখ করুন। তালিকায় আমার কোনো শহীদ ভাই-বোন যেনো বাদ না পড়েন ৷
নাম, অস্থায়ী-স্থায়ী ঠিকানা, মা/বাবা (না থাকলে ভাই/বোনের ফোন নম্বর), এনইডি/রেজিস্ট্রেসন কার্ড নম্বর উল্লেখ করতে বলেন সারজিস ৷