ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো: তারিফ নামে সাত বছরের এক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী পূর্ব রাজাপুর গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তারিফ ওই গ্রামের মো: জাবেদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে স্থানীয়রা জানায়, রবিবার সকালে শিশু তারিফ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় পরিবারের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারিফ। পরে শিশুটির মা সহ বাড়ির লোকজন তাকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু তারিফের মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে হাসপাতাল নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাজাহান জানিয়েছেন, শিশুটি আজমপুরের একটি মাদ্রাসায় পড়তো। ঘটনার পর থেকে শিশুটিকে এক নজর দেখার জন্য স্থানীয়রা ওই বাড়িতে ভীড় করছেন।