ব্রাহ্মণবাড়িয়ার ঈদের হাট কাঁপাচ্ছে ৩০ মণ ওজনের ষাঁড় ‘লালু মস্তান’। বিশাল এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশহাটি গ্রাম থেকে ষাঁড় ‘লালু মস্তানকে’ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় ভাদুঘর বাস টার্মিনালের হাটে ষাড়টি তোলা হয়।
শনিবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে ওই ষাঁড়টিকে দেখতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সাধারণের ভিড় আরও বাড়ছে।
লালু মাস্তানের মালিক মো রোকন মিয়া বলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলোর বাঁশহাটি গ্রাম থেকে তিনি ষাড় ‘লালু মস্তানকে’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঈদের হাটে এসেছেন। স্থানীয় এক কৃষকের কাছ থেকে এক লক্ষ্য ৫০ হাজার টাকা দিয়ে ওই ষাঁড়টি কেনেন তিনি।
পরে ২ বছর ধরে খামারে ওই ষাড়টি লালন-পালন করেছেন। তিনি গরুটিকে ভুসি, খৈল, কাঁচা ঘাস, ভুট্টা, ছোলাসহ প্রাকৃতিক খাবার খাইয়েছেন তিনি। বর্তমানে লালু মাস্তানের দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা।
তবে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় এক হাটে ষাঁড়টির দাম সাড়ে ৯ লাখ টাকা উঠেছে বলে তিনি দাবি করেছেন। তার আশা ব্রাহ্মণবাড়িয়ার হাটে তিনি ভালেই দাম পাবেন।
এ ব্যাপারে হাটের ব্যবস্থা সম্পর্কে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস বলেন, ক্রেতা সাধারণরা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের কোরবানি পশুটি ক্রয় করতে পারেন, এর সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই হাট চলবে।