ভোলার লালমোহনে সিলিং ফ্যান ছিড়ে মাথায় পড়ে সামিয়া আক্তার নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের আসলি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সামিয়া ওই গ্রামের মো: হোসেনের একমাত্র মেয়ে। সামিয়া নিজ বাড়িতে শয়নকক্ষে ঘুমানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী সামিয়াকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু সামিয়া।
রবিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে নিহত শিশুর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিহত শিশু সামিয়া বাড়ির পাশেই আসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ভোলার লালমোহনে সিলিং ফ্যান ছিড়ে পড়ে শিশুর মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে খাটের উপর শুয়ে থাকে শিশু সামিয়া। এসময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান ছিড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফ্যানের জয়েন্ট পুরনো হয়ে যাওয়ায় তা খুলে গেছে বলে জানান স্থানীয় লোকজন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব-উল-আলম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ জানায়নি।