মেহেরপুরের গাংনীতে মাটি বহনকারি ট্রলির চাপায় মো: সোহাগ হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে গাংনী শহরের চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন উপজেলার চৌগাছা গ্রামের গোলাম আলীর ছেলে।
নিহত সোহাগ হোসেনের মা রেজিয়া খাতুন জানান, আমার ছেলে সোহাগ রাস্তা পার হচ্ছিল। এসময় পিছন দিক থেকে দ্রতগামী মাটি বহনকারি একটি ট্রলি তাকে চাপা দেয়। এসময় শিশু সোহাগ হোসেনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ট্রলি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।