রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো: আজাদুল ইসলাম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তাম্বুলপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: আজাদুল ইসলাম উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার মো: কাইয়ূম মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা বাজার থেকে একটি মোটরসাইকেলযোগে আজাদুলসহ দুজন বাড়ির উদ্দ্যেশে রওনা দেন। পথে মধ্যে তাম্বুলপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আজাদুল নিহত হন। অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহতের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।