দিনাজপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ফল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৮ জন।
শুক্রবার (০৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ হোসেন।
দুর্ঘটনা কবলিত নাবিল পরিবহনের বাসের সুপারভাইজার রাজেশ (২৮) দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি দিনাজপুরের সেতাজগঞ্জ উপজেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহত হন বাসের যাত্রী মো: হাসু ইসলাম (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি গ্রামের বাসিন্দা।
এছাড়া দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ১ জন শিশুও রয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ওই হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন অন্তত ২৮ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস দিনাজপুরের উদ্দেশে আসছিলো। এসময় দিনাজপুর থেকে আম বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো।
সদর উপজেলার পাঁচবাড়ী চকরামপুর এলাকায় পৌঁছালে ওই বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে ওসি ফরিদ হোসেন জানান, এ দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।