রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী জারিন তাসনীম খান ওরফে প্রিয়ন্তীর মৃত্যু হয়েছে। নিহত জারিন তাসনীম মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা ও সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের ২তীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়ন্তীর বড় বোন তাসনোভা খান ও তার চার বছরের মেয়ে সায়মা কানাডা থেকে দেশে আসেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বড় বোন তাসনোভার সঙ্গে দেখা করতে মা, বাবা ও ভাইসহ ইস্কাটনে যান প্রিয়ন্তী। সেখান থেকে বড় বোন তাসনোভা, তার মামি শাশুড়ি ও ভাগ্নি সায়মাকে নিয়ে রাতে ডিনার করতে যান রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে।
আগুন লাগার পর রেস্টুরেন্টি ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ওই পরিবারের তিন জন বের হতে পারলেও বের হতে পারেনি প্রিয়ন্তী। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। প্রিয়ন্তীর মৃত্যুর খবরে তার নিজ এলাকার শিক্ষক, সহপাঠী ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।