লালমনিরহাটের কালীগঞ্জে লরির ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ২ জন ডিগ্রি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওয়াবদা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া কালীগঞ্জগামী ১টি লরি কাকিনার ওয়াবদা বাজার এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে এক ডিগ্রি পরীক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহতদের গুরতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আরও এক পরীক্ষার্থীর মৃত্যু হয়।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো: আবু তাহের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।