বুধবার, ১৪ মে, ২০২৫

শেরপুরে নাশকতা ও হামলার দুই মামলায় আওয়ামী লীগপন্থী ৩ জন গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে নাশকতা ও সহিংসতার দুই পৃথক মামলায় আওয়ামী লীগপন্থী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক অঙ্গনে আলোচিত দুটি ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ও তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুসুম্বি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী (৪৫)। তিনি উপজেলার দারুগ্রাম পশ্চিমপাড়া এলাকার মোঃ আঃ রউফের ছেলে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর উপজেলার কেল্লাপোষি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেলে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মোঃ শাহীনুর রহমান (৩০) কে। তিনি ছোনকা গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ সমর্থক। তাঁর পিতা মৃত নুরুল ইসলাম।

অপরদিকে, মোঃ আব্দুল খালেক (৪৬) নামের আরও একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয় চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে। তিনি মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা তাকেয় গ্রেফতার করা হয়।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী জি এম সিরাজের নির্বাচনী প্রচারণার সময় শেরপুর উপজেলার গোঁসাইবাড়ি বটতলায় তাঁর গাড়িবহরে বিস্ফোরণ ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির কুসুম্বি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদী হয়ে ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।

অন্যদিকে ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা চালানো হয় শেরপুরের ধুনটমোড় এলাকায়। মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়কে চলছিল। এ ঘটনায় আন্দোলনকারী রিফাত সরকারসহ একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার চার মাস পর, ২ নভেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত তিনজনকে আলাদা মামলায় এজাহারভুক্ত ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় জাতীয় সংগীত গাওয়া কর্মসূচিতে হামলার অভিযোগ

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এক কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে, ছাত্র শিবির ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে।...

ছাত্রসমাজই গড়বে পৃথিবীর ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

পৃথিবীর ভবিষ্যৎ গড়ে তুলবে আজকের ছাত্রসমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে সামনে এগিয়ে নিতে হবে তাদেরই হাত ধরে—এমন আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই পৃথিবীর...

বগুড়ায় জাতীয় সংগীত গাওয়া কর্মসূচিতে হামলার অভিযোগ

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এক কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে, ছাত্র শিবির ও...

ছাত্রসমাজই গড়বে পৃথিবীর ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

পৃথিবীর ভবিষ্যৎ গড়ে তুলবে আজকের ছাত্রসমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে সামনে এগিয়ে নিতে হবে তাদেরই হাত ধরে—এমন আহ্বান জানিয়ে...

মোদি ফের হামলা চালাতে পারেন, জাতিকে প্রস্তুত থাকতে বললেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও পাকিস্তানে...