শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

শেরপুরে ফসলী জমিতে পুকুর, অবাধে বালু উত্তোলন

বিশেষ সংবাদ

শেরপুরে ফসলী জমিতে পুকুর খনন করে অবাধে বালু বিক্রি করা হচ্ছে। বগুড়ার শেরপুরের ভাতারিয়া গ্রামে তিনফসলী জমি পুকুরে পরিণত করে সেখান থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছেন স্থানীয় রেজাউল করিম লাভলু। পাঁচ বছর আগের এই তিনফসলী জমি বালু তুলতে তুলতে এখন ধু ধু বালুচরে পরিণত হয়েছে।
সরেজমিনে গেলে এলকাবাসী জানান, পাঁচ বছর আগে স্থানীয় জনৈক রেজাউল করিম লাভলু গ্রামের রাস্তার পাশে প্রায় তিন বিঘা ফসলী জমিতে পুকুর খনন করেন।

সেখানকার মাটি বিক্রি করেন আশেপাশের ইটভাটা গুলোতে। মাটি কাটা শেষ হলে ড্রেজার দিয়ে শুরু করেন বালু উত্তোলন। এর ফলে পাশের জমিগুলোতে ভাংগন শুরু হয়। কিন্তু তার ভয়ে মুখ খুলতে সাহস পাননা জমির মালিকেরা। প্রতিবাদ করলে হুমকী এবং নির্যতন সহ্য করতে হবে সবসময় এমন ভয়ে ও আতংকে থাকেন এলকাবাসী। তাই বাধ্য হয়েই তারা লাভলুর কাছে ফসলী জমি বিক্রি করে দেন। এভাবে ক্রমান্বয়ে পুকুরের পরিধি বাড়তে থাকে। এখন তা পৌঁছেছে প্রায় পঁচিশ বিঘায়।

তিন বিঘায় শুরু করা পুকুর বালু তুলতে তুলতে এখন প্রায় পঁচিশ বিঘায় পৌঁছেছে | ছবি : অন্বেষণ ।

এলাকার গঞ্জের আলী (৬০) বলেন, ওই মাঠে আমার সাড়ে ৩ বিঘা জমি আছে। জমি ঘেসে বালু তোলার কারণে বার বার মাটি ধ্বসে যায়। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তাই অনেকে বাধ্য হয়ে জমি বিক্রি করেছে। আমি এখনও করি নাই। একাই প্রতিবাদ করছি। কিন্তু এভাবে কতদিন জমি রক্ষা করতে পারব জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, এখান থেকে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক বালি সরবরাহ করা হয়। মাঝে মাঝে পুলিশ আসে। কিন্তু কিছু বলে না। তাই আমরাও কিছু বলার সাহস পাই না। এর আগে প্রতিবাদ করায় একজনকে লাভলু অনেক মারধর করেছে। কোনো বিচার হয়নি।

তবে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন রেজাউল করিম লাভলু। তিনি বলেন, এখানে আমার নিজের ৫০ বিঘা জমি আছে। এখানকার জমির মালিকেরা অনেক দূরে থাকেন। তাই তারা স্বেচ্ছায় আমার কাছে জমি বিক্রি করেছেন।

বালু উত্তলনের বিষয়ে তিনি বলে, এখানে কোনো আবাদী জমি ছিলো না। গরুর খামার করার জন্য সামান্য বালু তুলে রাস্তার পাশের জায়গা উঁচু করেছি। সরকার আইন করার পরে সব বন্ধ রেখেছি।

শেরপুরে ফসলী জমি থেকে এভাবে বালু তোলার কারণে একদিকে ফসলি জমি কমে যাচ্ছে, অন্যদিকে আশেপাশের জমিগুলোরও পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, বালু উত্তোলনের সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভাতারিয়া গ্রামে অভিযান চালিয়েছেন। সেখানে কাউকে না পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনের কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সেনা-পুলিশের অভিযানে ১৭ মোটরসাইকেলে জরিমানা

বগুড়ার শেরপুর শহরের ধুনটমোড়ে হেলমেটবিহীন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে চালানো...

জল ছিলো স্বচ্ছ, বাস্তবতা ঘোলা ! মিনি জাফলংয়ে প্রাণ হারালো সাদাত

ঈদের দিন, সকালবেলা। আনন্দে মেতে উঠেছিল বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের “মিনি জাফলং” নামক ভাইরাল নদীপাড়। দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষদের ভিড়ে ছিলো প্রাণচাঞ্চল্য।...

শেরপুরে সেনা-পুলিশের অভিযানে ১৭ মোটরসাইকেলে জরিমানা

বগুড়ার শেরপুর শহরের ধুনটমোড়ে হেলমেটবিহীন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। শুক্রবার...

জল ছিলো স্বচ্ছ, বাস্তবতা ঘোলা ! মিনি জাফলংয়ে প্রাণ হারালো সাদাত

ঈদের দিন, সকালবেলা। আনন্দে মেতে উঠেছিল বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের “মিনি জাফলং” নামক ভাইরাল নদীপাড়। দূর-দূরান্ত থেকে...

সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান, দেশ-বিদেশ থেকে আসছেন লাখো পূণ্যার্থী

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা...

শেখ হাসিনা ইস্যুসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো প্রধান উপদেষ্টার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে...