বগুড়ার শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সার্বজনীন কালিমাতা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) রাত আনুমানিক পৌণে ৪টার দিকে সংঘটিত এ চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিমার কপাল থেকে মূল্যবান ১২ থেকে ১৫টি টিপ এবং নথও নিয়ে যায় তারা।
স্থানীয় আকাশ ঘোষ বলেন, “এটি নিছক চুরি নয়, এটি ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। চুরি হয়েছে গয়না ও দানবাক্সের টাকা সহ প্রায় ৯৫ হাজার টাকা।”
চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া দানবাক্সটি পরে স্থানীয় নদীর ঘাটে হরিতলা কালী মন্দিরের মাঠে পাওয়া যায়। তবে তাতে কোনো টাকা-পয়সা ছিল না।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,“ এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং চোর শনাক্তে কাজ করছি। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।