অভিনেত্রী-মডেল রিশতা লাবণী সীমানা মারা গেছেন। মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।
হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা। বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।
গত (২১ মে) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সীমানা। এদিন রাত সাড়ে ১১টার দিকে তাকে তাৎক্ষনিখ রাজধানীর ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে জানতে পারেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। গত ২২ মে তার অবস্থার অবনতি হরে উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে গেল ডাক্তাররে পরামর্শে গত ২৯ মে সীমানাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। জানা গেছে, সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করার পরে তাকে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
রিশতা লাবণী সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬- সালে সেরা দশের একজন হন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়ায় তাকে আর দেখা যায়নি। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান রয়েছে।