বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হেঁটে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শফিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
তার সহকর্মীরা জানান, বুধবার সকালে পুলিশের ইউনিফর্ম পরে থানার অফিস কক্ষ থেকে হেঁটে আনুমানিক ৩০০ গজ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এসআই শফিকুল ইসলাম।
হেঁটে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই এসআই’য়ের মৃত্যু, এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন বালা জানান, নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন এসআই শফিকুল ইসলাম ভূঁইয়া। এসময় বুকে ব্যথা প্রচণ্ড অনুভব করেন তিনি। সহকর্মীদের এমন কথা বলে নিজেই হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শফিকুল ইসলাম ভূঁইয়া। তার বেশ কয়েক মিনিট পর শুনতে পাই এসআই শফিকুল ইসলাম মারা গেছেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় তার গ্রামের বাড়িতে নামাজের জানাজা সম্পন্ন করা হবে।