গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলের ড্রাম থেকে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি তেলের ড্রামে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মার্চ) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও মো: আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের মো: লোকমান মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিল।