শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ঈদ যাত্রার শেষ দিনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীর চাপ

বিশেষ সংবাদ

ঈদ যাত্রার শেষ দিনে ভিন্ন রকম চিত্র দেখা গেছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে। যাত্রীর চাপে ব্যস্ত এ মহাসড়কে অনেকটা নীরবতা নেমে এসেছে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনগুলো নির্বিঘ্নে টোল দিয়ে সেতু পাড়ি দিচ্ছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়েও তুলনামূলক অনেক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে এ মহাসড়কে। দূর পাল্লার কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের সংখ্যা খুব কম।

ঈদ যাত্রার শেষ দিনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীর চাপের বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো: আমিরুল হায়দার চৌধুরী জানান, মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুর পর্যন্ত ওই মহাসড়ক এবং পদ্মা সেতুতে যানবাহনের খুব চাপ ছিল। তবে এ দিন দুপুরের পর থেকে গাড়ির চাপ কমতে শুরু করে। বুধবার ভোর থেকে দূরপাল্লার কিছু গণপরিবহন নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ