সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রবিবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন হোটেল তিতাসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী।
সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ।
গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর নোয়াগাঁও (পূর্বপাড়া) এলাকার মো: রাসেল আহমদ (১৯), ফেঞ্চুগঞ্জের কটালপুর উত্তরপাড়া এলাকার মো: জাকারিয়া (২১), বিয়ানীবাজার মোহাম্মদপুরের রুহুল আমিন (২৮), এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার সুলেমান (২৯), কানাইঘাটের পূর্ব দর্পনগরের মো: আব্দুল হামিদ (২২), জামালপুর জেলার সরিষাবাড়ী বাসুরিয়া এলাকার মো: নাসির উদ্দিন (২৭), একই জেলার সদর থানার গুরাদাব বাজারের মো: ইউনুস আলীর মেয়ে মীনা বেগম (৩৫), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাংগাবাড়ির রিমি আক্তার (৩০) ও ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন কলাপাড়া দাফুনিয়ার লিজা আক্তার (৩০)।