ভোলার সদরে পুকুরের পানিতে ডুবে মো: ইয়াসিন (৬) ও মিনজু আক্তার (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে ভোলার সদরে এবং দৌলতখান উপজেলার পৃথক ২টি স্থানে ২টি শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু ইয়াসিন ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলীনগর গ্রামের মো: শাহিনের ছেলে। অপর শিশু মিনজু আক্তার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাতা গ্রামের মো: শফিকের কন্যা।
মৃত ইয়াসিনের পরিবার সূত্রে জনা গেছে, শনিবার বিকাল ৩টার দিকে বাড়ির সকলের অজান্তে শিশু ইয়াসিন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে ইয়াসিনের ভাসমান দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মৃত মিনজুর পরিবার সূত্রে জানা গেছে, মিনজু ও তানহা নামের ২টি শিশু দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোছলের এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে শিশু ২টি ডুবে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশু ২টিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শিশু মিনজুকে মৃত ঘোষণা করেন। অপর শিশু তানহা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।