রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত আরও একজন হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালকের নাম মো: আব্দুর রহিম (৩৫)। তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া ইউনিয়নের দোলাইরপাড় এলাকার মো: আব্দুর রহমানের ছেলে। আহত সারোয়ার হোসেন (৪৮) ময়মনসিংহের ধোবাউরা উপজেলার নগর সন্তোষ এলাকার মো: আবুল কাশেমের ছেলে।
আহত সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কোম্পানির কাভার্ডভ্যানযোগে ফ্যান নিয়ে আজ ভোর ৪টায় ফরিদপুরে যাই। সেখানে একটি দোকানে ফ্যান ডেলিভারি দিয়ে আবার ঢাকায় ফিরছিলাম। পথে মধ্যে মজলিশপুর আখ সেন্টারের সামনে পৌছাঁলে অপর দিক থেকে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকাআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে আমাদের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুর রহিম মারা যান।
রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি