শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে: মিষ্টি জান্নাত

বিশেষ সংবাদ

‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। শাকিব খানের ৩য় বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন উঠেছে বেশ কিছুদিন ধরে। শাকিবকে চিকিৎসক পাত্রীর সাথে বিয়ে দেওয়ার ইচ্ছা তার পরিবারের।

এরপর থেকেই শাকিবের ৩য় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম ছড়িয়েছে মিডিয়া পাড়ায়। এই গুঞ্জনের প্রকৃত কারণ হচ্ছে, ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক তিনি হলেন মিষ্টি জান্নাত।

এ ব্যাপারে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সাথে বিয়ের বিষয়টি সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। এরপর থেকে শুরু হয় নানা রকম সমালোচনা। এর পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও অনেকে নানা রকম প্রশ্ন তুলেছেন। একাধিক ব্যক্তির সাথে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলা-মেলা জবাব দিয়েছেন তিনি।

মিষ্টি জান্নাত জানান, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে আমার সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। ২ লাখ-৫ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো অনেকেই দেয়।

শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিলো। আমি তাতে রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স করতে সময় লেগেছে ৮ বছর। আমাকে আমার মেডিকেল শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিলো। কিন্তু আমি এতে রাজি হইনি।

এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি। বর্তমানে ৫-১০টাকার চাকরি করতে গেলেও এমন অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। তার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সকলের নজর থাকে।

এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত জানান, সমপর্যায়ের কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি। এমন কাউকে পেলে বিয়ে করে ফেলব।

তিনি আরও জানান, আমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ না হওয়ায় ১ লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি। আমি এ ধরনের মেয়ে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্টের নিউইয়র্কের একটি...

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি...

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার...

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা...