গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি বিদেশি পিস্তল ও রিভলবারসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো: বাদশা প্রামাণিক (৪১), পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো: মনির মোল্লা (৩৮) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো: রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শহরের লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে পুলিশ তাদের ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ১টি হাইড্রলিক কাটার, ১টি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে বিদেশি পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব শামসুর রহমান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক২টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, এদের মধ্যে মনির মোল্লার নামে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে জেলার বিভিন্ন থানায়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।