ময়মনসিংহে নির্বাচনী লিফলেট বিতরণের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো: ইনসান মুরাদ ভূঁইয়া (১৭) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে র নান্দাইল উপজেলার সরকারী চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ ভূঁইয়া নান্দাইল উপজেলার কচর এলাকার মো: তফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র ছিল।
দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো: আমিনুল ইসলাম শাহানের কর্মীরা মুরিদকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার কর্মী ছিল মুরাদ ভূঁইয়া। গতকাল সন্ধ্যার দিকে মিছিল ও লিফলেট বিতরণ শেষে ফেরার পথে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে মুরাদের বুকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালের লাশঘরে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক। তার দাবি, আনারস প্রতীকের নির্বাচন করায় প্রতিপক্ষরা তার কর্মীদের ওপর হামলা করে এই হত্যার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকসহ শাস্তি দাবি জানান তিনি।
ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা শেষে ছুরিকাঘাতে কলেজছাত্র খুনের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব দন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।