নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র মুরাদ হাসান ভূঁইয়া হত্যার মামলায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (০২ জুন) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরষিদ নির্বাচনে মুরাদ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আটককৃত শরিফুল ইসলাম কলেজছাত্র মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তিনি নান্দাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মো: আবুল মুনসুরের ছেলে।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (গ১ জুন) রাতে নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া বাদী হয়ে নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,
পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: নাদিম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম, মো: লাবন, যুবলীগ নেতা মো: সাজিদ হাসান নিপুন, ছাত্রলীগ নেতা মো: মুরাদ, মে: মিজান, মো আমি, মো: মাজহারুলসহ ৩-৪ জন অজ্ঞাতকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র খুন, ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মজিদ