ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা, মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই হামলার ঘটনায় ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১০ জুন) ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বোয়ালমারী থানায় গেয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: হান্নান মিয়া বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন।
এর আগে রবিবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালমারী পৌর সদরের নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল (৩২) এবং সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম রনি (২৮)।
জানা গেছে, বোয়ালমারীতে প্রতি রবিবার হাট বসে। ভাঙা-চোরা রাস্তা ও হাটের কারণে নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে প্রচুর যানজট হয়েছিল। ওই যানজটের মধ্যে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়ির পিছনে ছাত্রলীগের ওই দুই নেতার মোটরসাইকেল যাচ্ছিল। যানজটের কারণে ডিবি পুলিশের গাড়ি সামনের দিকে আগাতে পারছিল না।
কিন্তু পিছন থেকে ছাত্রলীগ নেতাদের মোটরসাইকেল থেকে বার বার হর্ন বাজানো হচ্ছিল। এ অবস্থায় গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়ি থেকে একজন কনস্টেবল নেমে ওই দুই মোটরসাইকেল আরোহীকে বলেন, দেখছেন না যানজটের কারণে আমাদের গাড়ি সামনের দিকে আগাতে পারছে না, তারপরও আপনারা কেন বার বার হর্ন দিচ্ছেন।
এ ঘটনায় ছাত্রলীগ নেতারা ডিবির ওই কনস্টেবলকে অকথ্য ভাষায গালিগালাজ ও পরে মারধর করে। এতে ওই কনস্টেবল গুরতর আহত হন। ডিবি পুলিশের আহত ওই কনস্টেবলের নাম মির্জা গোলাম গাউস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করে সোমবার (১০ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।