সৌদি আরবের মক্কায় ছাদ থেকে পড়ে ইয়াহিয়া মোহাম্মাদ রামাদান নামের এক শিশু হজযাত্রীর মৃত্যু হয়েছে। এবার বাবা-মায়ের সাথে হজ পালন করার কথা ছিল ইয়াহিয়ার।
বুধবার (১২ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এবারের হজ মৌসুমে মারা যাওয়া সবচেয়ে কমবয়সি হজযাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রামাদান। সে মিশরের কাফর আল শেখ প্রদেশের বাসিন্দা। তবে কাজের সুবাদে তার বাবা সৌদি আরবে থাকেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের মক্কার একটি ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। জানাজার পর তাকে মক্কাতেই দাফন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বেশকিছু সংবাদমাধ্যম বলেছে, গ্র্যান্ড মসজিদের মাত্রাতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে শিশু ইয়াহিয়ার মৃত্যু হয়। তবে প্রকৃতপক্ষে কী কারণে ইয়াহিয়া মোহাম্মাদ রাদানের মৃত্যু হয়েছে তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেনি তার পরিবার বা সৌদি আরব কর্তৃপক্ষ।