শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২ বন্ধু

বিশেষ সংবাদ

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। সোমবার (১৭ ‍জুন) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মো: রাসেল ও মো: রাব্বি। গুরুতর আহতরা হলেন, রাতুল, বিপ্লব ও সাগর। এই ৫ তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত আছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়িটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিলো। সড়কে বারবার লেন পরিবর্তন করছিলো। অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।

রাজধানীতে প্রাইভেটকার দুর্ঘটনার বিষয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা বন্ধু।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ