দীর্ঘ ১৪ দিন পর জনসম্মুখে আসলেন ’ছাগলকাণ্ডে’ আলোচিত সাবেক জাতীয় রাজস্ব (এনবিবার) কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন (এসএসসি) পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি মিটিংয়ে অংশ গ্রহণ করেন লায়লা কানিজ। তবে তিনি মিটিং কক্ষে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি।

এসময় কার্যালয়ে বাইরে তার কর্মীসমর্থকরাও উপস্থিত ছিলেন। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলে গাড়িতে উঠে চলে যান লায়লা কানিজ লাকি।
এর আগে গত ১৩ জুন সর্বশেষ অফিস করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ছাগলকাণ্ডে’ পর থেকেই আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে তার সঙ্গেযোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। দীর্ঘ ১৪ দিন পর গতকালও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি।
সম্প্রতি ইফাত নামের এক তরুণ কোরবানির জন্য ১৫ লক্ষ্য টাকায় ১টি ছাগল কেনেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সবাই খুঁজতে থাকেন এত টাকার উৎস কী? তখনই সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা ড. মতিউর রহমানের নাম। যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেও অস্বীকার করেন তিনি।

আলোচিত ওই ঘটনার পর সরকারের উচ্চমহল অনেকটা নিশ্চুপ থাকলেও পরে আর শেষ রক্ষা হয়নি মতিউর রহমানের। পরে জাতীয় রাজস্বপদ থেকে তাকে সরিয়ে তাকে করা হয় অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। গত রবিবার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরপি থেকে এ আদেশ দেয়া হয়।