ঢাবিতে রাজু ভাস্কার্যের কনসার্ট স্থগিত করা হয়েছে। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে র্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) রাজু ভাস্কর্যের পূর্বঘোষিত কনসার্ট স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (২১ আগস্ট) দুপুরে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই কনসার্ট হওয়ার কথা ছিল।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাবিতে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়ানোর সময়, সবাই এগিয়ে আসুন।
ফেসবুকে এমনই একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তিনি বুধবার (২১ আগস্ট) দুপুরে একই পোস্ট দিয়েছেন।