ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৩ নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ওই ৩ নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৩ নারীর বাড়ি রাজবাড়ী ও নড়াইল জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। আটক পাচারকারী বিকাশ সরকার ভারতের নদীয়া জেলার কল্যাণী এলাকার বাসিন্দা।
খালিশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো: মোল্লা ওবায়দুর রহমান জানিয়েছেন, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর-৫৮ বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি চালায়। পরে ভারতের নারী পাচারকারী বিকাশ সরকারকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩ জন নারীকে।
তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার হওয়া ৩ নারীকে একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।