শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আ. লীগ দলটিকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ

বিশেষ সংবাদ

আ. লীগ দলটিকে নিষিদ্ধ ও এর নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি খারিজ করেছেন হাইকোর্ট। রবিবার (০১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

গত সোমবার (১৯ আগস্ট) ‘সারডা সোসাইটি’ নামের একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক মো: আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিটটি করেছিলেন। আদালতে রিটের পক্ষে আরিফুর রহমান নিজেই শুনানি করেছেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান শুনানি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব তাঁর সঙ্গে ছিলেন। গত মঙ্গলবার (২৭ আগস্ট) আদালত রিটের ওপর শুনানি নেন। রিটের পরবর্তী শুনানির জন্য ০১ সেপ্টেম্বর তারিখ রাখেন আদালত।

শুনানিতে রিট আবেদনকারী জানান, আ. লীগ দলটিকে পক্ষ না করা ভুল হয়েছে। রিটটি ‘নট প্রেস’ করে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শুনানি নিয়ে একপর্যায়ে আদালত বলেছেন, এ রিটটি গ্রহণযোগ্য নয়। রিটটি সরাসরি খারিজ করা হলো।

এর আগে, গত ২৭ আগস্টের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান জানিয়েছিলেন, দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়ার এখতিয়ার দেয়নি। বর্তমান সরকারের অঙ্গীকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা।

রিটটি গ্রহণযোগ্য নয় এবং ভ্রান্ত ধারণাপ্রসূত উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান সেদিনের শুনানিতে বলেছিলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে।

এই সরকার প্রতিহিংসার রাজনীতি করতে চাইবে, কেউ এমটি প্রত্যাশা করেন তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এর কারণ, এই সরকার মনে করেন, মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে জন্য রাজনৈতিক দলগুলো অন্যতম প্ল্যাটফর্ম।

মো: আসাদুজ্জামান শুনানিতে আরো বলেছিলেন, একটি সংগঠনকে বন্ধ করে দিয়ে লাখ লাখ সমর্থক ও আদর্শে যাঁরা বিশ্বাস করেন তাঁদের রাজনৈতিক অধিকার ক্ষুন্ন করার বিরুদ্ধে এই সরকার। এ ধরনের রিট গ্রহণ করলে, তা সংবিধানের মৌলিক চেতনা, মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার পরিপন্থী হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

ঢাকাসহ ১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজ দুপুুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় এসব এলাকায় বজ্রসহ...

আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি...

ঢাকাসহ ১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজ দুপুুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ...

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিন। শুক্রবার (১৮ এপ্রিল) সারাদিন ধরে চলা বর্বর এই...