বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, আমাদের এখনই কেনো দল গঠনের অভিপ্রায় নেই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে গুজব শোনা যাচ্ছে, অনেকেই এই বিষয়ে আমাদের কাছে থেকে কিছু শুনতে চাচ্ছে। এই বিষয়টি আমরা এর আগেও স্পষ্ট করেছি, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠন করার অভিপ্রায় আমাদের নেই।
অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তাদের কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সবারই নিজ নিজ পেশাগত জীবন আছে। এই দায়িত্বের সময় শেষ হলে তারা সবাই সেখানে ফিরে যেতে চায়।
দেশের জনগণ একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে, সেটি যথাযথভাবে পালন করে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করাই এ সরকারের প্রধান লক্ষ্য।