বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদসহ অন্যান্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন আদালতে গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণ-মাধ্যম সমন্বয়ক মো: আবু হানিফ বাদী হয়ে এ মামলার আবেদন করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো: খাদেমুল ইসলামা জানিয়েছেন, বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ ব্যাপারে আদেশ পরে হবে বলে জানান আদালত।
আবেদনে জানানো হয়েছে, গত ৫ অক্টোবর সাময়িক বরখাস্ত আসামি তাপসী তাবাসসুম ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লিখেছেন।
আবেদনে আরও জানানো হয়, মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে ও সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতির সৃষ্টি করা হয়েছে।