সুনামগঞ্জ ও সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ১৩ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি। রবিবার (২০ অক্টোবর) সুনামগঞ্জ ও সিলেটের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্সের অভিযানের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর কলাউড়া নামক এলাকা থেকে ৪১ হাজার ৮৭৭ কেজি বাংলাদেশি রসুন এবং ১০০ কেজি সুপারি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ১৩ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা।
আরেকদিকে, সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৩২১ বোতল মদ, ২ মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮টি নৌকা জব্দ করা হয়েছে।