শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে

বিনা সুদে ঋণের প্রলোভনে টাকা আত্মসাৎ

বিশেষ সংবাদ

বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধার করে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমন প্রলোভনে হাজার হাজার গরীব মানুষদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। এজন্য রবিবার (২০ অক্টোবর) মাইকিং করা হয়েছে বগুড়ার শেরপুর উপজেলার গ্রামে গ্রামে।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে শত শত নারী পুরুষ নির্ধারিত স্থানে আসলেও দেখা মেলেনি আয়োজকদের। এর আগে গ্রামে গ্রামে টাকার বিনিময়ে হাজার হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত জনসাধারন।

এদিন দুপুরে সরেজমিনে দেখা যায়, বগুড়ার শেরপুর, শাজাহানপুর, নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ উপজেলা থেকে শত শত মানুষ সমবেত হচ্ছেন বগুড়ার শেরপুর পৌর শহরের শেরপুর সরকারি ডি. জে. মডেল হাইস্কুল খেলার মাঠে। তাদের দাবি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের আহবানে তারা এখানে এসেছেন।

প্রায় এক বছর ধরে সংগঠনের নির্ধারিত একটি ফরমে সদস্য সংগ্রহ করা হয়েছে। এরজন্য ২০ টাকা থেকে ৫শ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধার করে বিনা জামানত ও সুদে ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সদস্যদের। সেই টাকা তারা প্রতি লাখে মাসিক এক হাজার টাকা কিস্তিতে পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত স্থানে ও সময়ে আয়োজকদের না পেয়ে হতাশ ও বিক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন তারা।

শাহজাহানপুর উপজেলার কচুয়াদহ গ্রামের কল্পনা আক্তার (৪২) বলেন, প্রায় ৬ মাস আগে কিছু মহিলা আমাদের গ্রামে যায় ফরম পূরণ করার জন্য। আমাদের গ্রামের প্রায় ৭শ মানুষ এই সংগঠনের সদস্য হয়েছে। সবার কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়েছে। আজ আমরা প্রায় দেড়শ জন এসেছি।

শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রাম থেকে এসেছেন প্রায় একশজন। তাদের কাছ থেকে সদস্য ফি ২শ টাকা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রামের আনোয়ারা বেগম (৫৫)। গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের আলামিন বলেন তাদের গ্রামের প্রায় ৫শ জনের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে।

শেরপুর পৌর শহরের টাউন কলোনী এলাকার হাফিজার রহমান (৪০) বলেন, প্রায় ৬ মাস আগে ৩০ টাকা দিয়ে সদস্য হয়েছি। গতকাল মাইকিং শুনে এখানে এসে আজ কাউকে পাচ্ছি না।

উপস্থিত অনেকের সাথে কথা বলে জানা যায়, বিনা জামানত ও সুদে ঋণ দেওয়ার কথা বলে গত এক বছর ধরে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। তবে কারা এই চক্রের হোতা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। যারা এই ফরম পূরণ করেছেন তাদের কেউ চেনে না। তবে উপস্থিত একজনের কাছে পাওয়া যায় একটি মোবাইল নম্বর। তার সাথে মোবাইলে কথা বললে তিনি নিজেকে শাহানাজ আফরিন সুমি বলে পরিচয় দেন।

সুমি বলেন, আমি আয়োজকদের কেউ নই। আমরা শেরপুরে প্রায় ২শ জন কাজ করেছি। আমরা সবাই সমান। গরিব মানুষের উপকারের জন্য বিনামূল্যে সদস্য সংগ্রহ করা হয়েছে। কেউ টাকা নিয়ে থাকলে আমরা দায়ি নই।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট জিয়াউর রহমান সহ অনেকেই উপস্থিত হওয়ার কথা ছিলো। কিন্তু অসুস্থতার জন্য কেউ আসেনি। তাছাড়া সমাবেশ করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। তাই সাবইকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক খান জানিয়েছেন, সমাবেশের অনুমতি চেয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম একটি আবেদন করেছিলেন। কিন্তু দেওয়া হয়নি। তাদের প্রতারণা সংক্রান্ত কোন অভিযোগ আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে এর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর...

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির অভিযোগের ভিত্তিতে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত।মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

জনপ্রিয়

অপরাধ

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শহরতলীর কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সংঘর্ষ-সহ উত্তেজনার মধ্যে বিএনপি ও...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর...

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর...

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শহরতলীর কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন।...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের...

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক...

বগুড়ায় জালনোটসহ তিন কিশোর আটক

বগুড়ায় জালটাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা...

নওগাঁয় সরকারি কর্মচারীর ইয়াবা কাণ্ডে চাঞ্চল্য!

সম্প্রতি পাওয়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার...