রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টেবর) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোছা: জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনির হাসান (৪২) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী এলাকার হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মনির হাসান স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। ২০২৩ সালে ২৯ জুন পারিবারিক কলহের জেরে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে বড় গামলার মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করে।
সরকারি কৌঁসুলি আইনজীবী মো: আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আসামি মনির আদালতে ত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তার নিজ দুই সন্তান এই মামলায় সাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা তাতে অনেক খুশি। বাদী পক্ষের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলেও জানান তিনি।