শেরপুর সদরে সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ দু’জন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত কাকলি আক্তার (৩৪) সদর উপজেলার মুন্সিরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাদকের ডিলার বাবুল মিয়ার স্ত্রী ও তার শ্যালিকা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী বাঙ্গালী ইজারাপাড়া এলাকার কাবিল মিয়ার মেয়ে গার্মেন্টসকর্মী কাকন আক্তারকে (২৮)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার মুন্সীরচর পশ্চিম পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারাবারি জামাল উদ্দিনের ছেলে বাবুল মিয়ার বাড়ি থেকে ৬ কেজি ২০০’ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা টাবলেট, ২৮ গ্রাম হিরোইন, ১ বোতল বিয়ার, ১টি দেশীয় অস্ত্র (চাকু) ও নগদ সাড়ে ৪লাখ টাকাসহ মোবাইল ফোন জব্দ করা হয়। তবে মাদকের গডফাদার বাবুল মিয়াকে না পেলেও তার স্ত্রী ও শ্যালিকাকে আটক করা হয়।
শেরপুর সদরে অস্ত্র-মাদকসহ দুইজন নারী আটক বিষয়টি নিশ্চিত করে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মুন্সিরচর এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ বাবুল মিয়ার স্ত্রী ও শ্যালিকাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মামলা দায়েরের পর আটককৃতদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।