কক্সবাজারের টেকনাফে মো: আবদুর রহমান (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করে করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। পরিবারের দাবি হত্যার আগে আবদুর রহমানকে ফোন করে ডেকে নেওয়া হয়।
নিহত নিহত আবদুর রহমান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার বাসিন্দা মৃত আবদুস সালামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের দাবি জানায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের যুবদল নেতা মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে বদি আলম নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে আবদুর রহমানের কথা-কাটাকাটি হয়। এরপর আবদুর রহমান বসায় চলে যান। পরে রাতের বলে কল করে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। যুবদল নেতা জাকারিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা আবদুর রহমানকে গুলি করে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ আবদুর রহমানকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বোন নুর ফাতেমা বলেন, আমার ভাই আবদুর রহমানকে কল করে ডেকে নিয়ে যুবদল নেতা জাকারিয়ার নেতৃত্বে হত্যা করা হয়েছে। হত্যায় অংশ নেন অলি আহমদের ছেলে জাহেদ হোসেন, চৌকিদার নজির আহমদের ছেলে বদি আলম, সাদ্দাম, তারেকসহ অনেকে। হত্যকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি আসামিদের ফাঁসি চাই।
টেকনাফে যুবককে গুলি করে হত্যা বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।