হবিগঞ্জের আজমিরীগঞ্জে পঞ্চায়েত কমিটির টাকার হিসাব নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে ওসিসহ ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নোয়াগড় এলাকার সর্দা আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার নিকট গ্রাম পঞ্চায়েত কমিটি ও মাদ্রাসার নগদ ১ কোটি টাকা জমা ছিল। এই টাকার হিসাব বুঝিয়ে দিতে আওয়ামী লীগ নেতা শাহজাহানকে কয়েকবার তাগাদা দিলেও সে তাতে কর্ণপাত করেনি। এ নিয়ে শাহজাহান মিয়ার লোকজনের সঙ্গে গ্রাম পঞ্চায়েত কমিটি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বশীর মিয়ার লোকজনদের সঙ্গে বাকবিতণ্ডা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর জেরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েক জন আহত হন। খব পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজমিরীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৪০ বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাছান জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি নিজেই আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।