শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে মো: ওয়াসিম আকরাম (২৫) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো: ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মো: হাসেন আলীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন।
জানা গেছে, উপজেলার চরশেরপুর এলাকার হাসেন আলীর সঙ্গে তার আপন ভাই সালামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে হাসেন আলীর ছেলে ওয়াসিম আকরাম ওই জমিতে ধান কাটতে গেলে তারই চাচাতো ভাই রঞ্জুর দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলে, আমার বড় ভাই ওয়াসিম আকরাম গত শুক্রবার ছুটিতে বেড়াতে এসে শ্বশুরবাড়িতে ওঠেন। সেখানে ৩ দিন থাকার পর আজ সকালে নিজ বাড়িতে আসেন। এরপর চাচা সালামের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান ওয়াসি। ধান কেটে আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাচা সালাম, রঞ্জু, শফিকসহ কয়েকজন তার ওপর আক্রমণ করেন। এক পর্যায়ে রঞ্জু তার হাতে থাকা দা দিয়ে বড় ভাই ওয়াসিমের ঘাড়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের স্বজন ও স্থানীয়রা শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্য, র্যাব-১৪ এবং শেরপুর সদর থারা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ভূঁইয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্য ওয়াসিমকে তার প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে করেছে। এ ঘটনার তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি