ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সকল চুক্তি বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ যাতে ভালো না থাকে সেজন্য ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে বিএনপি সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ বছরে বাংলাদেশকে শোষণ করেছে ভারত। তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মানুষকে বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছে।
ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে করিডোর নিয়ে যে সড়ক করা হয়েছে তা দিয়ে ভারতীয় গাড়ি চলতে দেয়া হবে ন।
তিনি আরও বলেন বিগত ১৬ বছরে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল চুক্তি বাতিল করতে হবে। দেশের মানুষ ভারতের প্রভুত্ব মেনে নিবে না বলে জানিয়েছেন তিনি।