ফুটবল তারকাদের ওপর ধর্ষণের অভিযোগ একটি সাধারণ। অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয়েও অনেকে বিতর্কিত করতে ধর্ষণের অভিযোগ আনা হয়। আবার ফুটবলার সত্যিই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েন। যার জন্য শাস্তিও পেতে হয়। অনেকের তো এই অভিযোগে পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়।
ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে সেই দিক থেকে খুবই ভাগ্যবান। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও সেটি মিথ্যা প্রমাণ হয়েছে।
গত অক্টোবর মাসে সুইডেনের স্টকহোমে ঘুরতে যাওয়ায় এমবাপ্পের ওপর ধর্ষণের অভিযোগটি আনা হয়। যদিও এমবাপ্পে শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে আসছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেও তার বিরুদ্ধে করা অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে।
এমবাপ্পের বিরুদ্ধে এই অভিযোগটি ওঠার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিলো। তবে এর সাথে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেয়া হয়েছে।
প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা এক বিবৃতিতে জানিয়েছেন, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।
সিরাকোভা আরো জানান, তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত একজন ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের ২টি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া এখানেই বন্ধ করা হলো।